
রাহাত রাজা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সারা দেশে বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে সাতক্ষীরা বাইপাস সড়কে ১০১ টি বৃক্ষ রোপন করা হয়।
সোমবার বিকেল ৫টায় বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারন সম্পাদক মো: সুমন হোসেন। এছাড়া সাতক্ষীরার সব কয়টি উপজেলা তে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে বলে জানান তারা।