
জামিনুর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা হল রুমে ১৪ জুলাই বুধবার সকাল ১১টায় ১০টি অসহায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবার এর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এর মধ্যে ছয়জনকে ১০ হাজার এবং চারজনকে ৫ হাজার করে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এস এম আতাউর রহমান দোলন। সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উজ জামান সাঈদ। মহিলাদের মধ্যে থেকে বক্তব্য দিতে গিয়ে বাঘ বিধবা মুরশিদা খাতুন বলেন, আমার চার সন্তান নিয়ে দিন চলা খুবকষ্ট হয়ে যাচ্ছে। আমি এই টাকাটা পেয়ে খুশি এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। পুরুষদের মধ্যে থেকে বক্তব্য দিতে গিয়ে মোঃ ওসমান বলেন, আমার ঘর আগুনে পুড়ে যাওয়ায় খুব কষ্টে দিন যাচ্ছে। এর মধ্যে এই টাকাটা পেয়ে আমি আনন্দিত। ধন্যবাদ জানাই শ্যামনগর উপজেলা পরিষদকে ও কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।