
প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইবিএ এর অধ্যাপক ও লাইফ এন্ড হোম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত অসহায়, দুঃস্থ, গরীব রোগীদের মাঝে গত ৩ জুলাই থেকে বিনামূল্যে ঔষধসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন।
লাইফ এন্ড হোম ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নির্দেশ মোতাবেক একটি টিম মানবিক কাজের ধারাবাহিকতা বজায় রেখে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের প্রকৃত সেবা প্রদানের জন্য ওয়ার্ডে ওয়ার্ডে খোঁজ-খবর নিয়ে দুঃস্থ, অসহায় রোগীদের মাঝে এ সহায়তা প্রদান করে যাচ্ছে।