
হাফিজুর রহমান ঃ- কালীগঞ্জ উপজেলার চিংড়িখালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন ভূমিহীনকে পিটিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সকালে তাকে চিংড়িখালি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম আব্দুর রহমান। তিনি বৈরাগীর চকের রহিম বক্স পাড় এর ছেলে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক হাসানুজ্জামান জানান, চিংড়িখালির সরকারি ৩০০ বিঘা খাস জমিতে ১৪৯টি পরিবার ডিসিআর নিয়ে বসবাস করে আসছে। তাদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করার জন্য প্রতিপক্ষ কাদের পাড়, রেজাউল পাড়, মনিরুল পাড়সহ একটি মহল চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে ভূমিহীনদের কয়েকবার হুমকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৫টার দিকে শহীদুল ইসলাম, রবিউল ইসলাম বোলা, মহাতাব , তাউহিদ বসুখালি যাওয়ার পথে বসুখালি ব্রীজের পশ্চিমপাশে চিংড়িখালির পারে লোহার রড, বাঁশের লাঠি ও শাবল দিয়ে হামলা চালায় ইন্দ্রনগরের মনিরুল পাড়, রেজাউল পাড়, কাদের পাড়, আব্দুস সালাম সরদার, গোলাম সরদার, চিংড়িখালির ইসরাফিল সানা, গফফার সানা, কাশীবাটির মনির সরদার, বৈরাগীর চকের রহমান পাড়, করিম পাড়সহ কয়েকজন হামলা চালায়। আহত তিনজনকে কালীগঞ্জ ও সখীপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম বাদি হয়ে বৃহষ্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত আসামী আব্দুর রহমানকে শুক্রবার সকালে চিংড়িখালি থেকে গ্রেপ্তার করা হয়েছে।#