
তালা সংবাদদাতা: তালায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এ কর্মরত বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ শামীম হোসাইন করোনায় অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি প্রদান করা হয়েছে।
বিবৃতি দাতারা হলেন, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) এর উপ-ব্যবস্থপনা পরিচালক ড. জসীম উদ্দিন, সিনিয়র মহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, পিকেএসএফ এর উপ-মহাব্যবস্থাপক দিলীপ কুমার চক্রবর্তী, উপ-ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিন, সমৃদ্ধি কর্মসূচীর সহকারী ব্যবস্থাপক মোঃ নাসিরুল্লাহ, সাস এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী, সহকারী পরিচালক একেএম গোলাম ফারুক, সিনিয়র কর্মসূচী সমন্বয়কারী সাধন কুমার দাশ, প্রোগ্রাম ম্যানেজার খান মোঃ শাহ আলম, আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রুহুল আমিনসহ সাস এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, চাকুরী জীবনে তিনি (সাস) এর দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নে বাস্তবায়িত সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী হিসেবে কর্মরত ছিলেন। চাকুরীতে থাকা অবস্থায় ০১লা জুলাই ২০২১ তারিখ সকাল ৯,৩০ ঘটিকায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত কালে তার বয়স ছিলো ২৮ বৎসর। শামীম হোসাইন ২০১৫ সাল হতে মৃত্যুর আগ পর্যন্ত তিনি (সাস) এ চাকুরী করেন।