বিশেষ প্রতিবেদক,শ্যামনগর: করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সারা দেশে গত বৃহস্পতিবার থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর লকডাউন ঘোষনা করা হয়। এসময় বিনা প্রয়োজনে কেহ ঘর থেকে বাহির হতে পারবেন না বলেও জানানো হয়।
করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এবং শ্যামনগরে প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান তিনটা হলো, রাণী পল্লী ফোনে ১০ হাজার টাকা, ভিভো মোবাইল বিক্রিতা সেন্টারে ১০ হাজার টাকা ও লিটন মোবাইল সার্ভিসে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্যাহ।
সরেজমিনে দেখা গেছে, লকডাউন ঘোষনার পরিপ্রেক্ষিতে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে যাতে সাইকেল, ভ্যানসহ কোন প্রকার যানবাহন চলাচল করতে না পারে। এসময় রাস্তায় গ্রাম পুলিশ ও সিপিপি ও সিডিও সেচ্ছাসেবকদেরও ডিউটি করতে দেখা যায়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদুল্যাহ বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।