
নিজস্ব প্রতিবেদক: মানবতার ফেরিওয়ালা সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা দেবহাটায় এক করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। জানা যায়, গতকাল পারুলিয়া গরুর হাট সংলগ্ন বাস ভবনে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলফা তার ওয়াদা স্বরূপ তার জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের জন্য ফ্রি করোনা চিকিৎসা ও অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন। সাথে সাথে দেবহাটার নাংলা গ্রামের একজন করোনা আক্রান্ত রোগীর পরিবারের কাছে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। উল্লেখ্য যে, ফ্রি চিকিৎসা ও অক্সিজেন প্রদানের বিষয়টি ২৪ জুন উদ্বোধন করার কথা থাকলেও করোনা ভাইরাসের ভয়াবহতার কথা বিবেচনা করে নির্ধারিত দিনের আগেই জেলা পরিষদ সদস্য আলফা তার সেবা প্রদানের বিষয়টি শুরু করেছেন। অক্সিজেন সিলিন্ডার বিতরনের সময় জেলা পরিষদের সদস্য আলফা সহ দৈনিক সাতনদী পত্রিকার নির্বাহী সম্পাদক ও ভোমরা সি এন্ড এফ এর অর্থ সম্পাদক এ এস এম মাকসুদ খাঁন, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, যুবলীগনেতা রাসেল প্রমুখ।