
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কেককাট ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বধুবার ২৩ জুন সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগরে নিজস্ব কার্যালয়ে জাতির জনক বন্ধুর শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধার মাধ্যমে আলোচনা ও কেককেটে ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী এর সুচনা করেন উপজেলা আওয়ামী লীগ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু। যুগ্ম-সাধারণ সম্পাদক স,ম আব্দুর সাত্তারের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিছুর রহমান আনিস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, প্রস্তাবিত প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,প্রস্তাবিত আইন বিষায়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আয়ুব ডলি,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ আল-মামুন লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাগর কুমার মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তীকালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম ‘আওয়ামী লীগ’ করা হয়। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। আওয়ামী লীগ ৭২ বছরে আন্দোলন-সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ রেখা তৈরি করেছে। দলটির নেতৃত্বে ভাষা, স্বাধীনতা ও উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি অর্জন হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পদ্মপুকুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মোঃ রফিক হোসেন সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সকল শহীদ ও প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাকফিতর কামনা করে দোয়া পরিচলনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম আলহজ্ব মুফতি আব্দুল খালেক।