
সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের জনসাধারণের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধক মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ জুন) সকালে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার সহ বিভিন্ন মোড়ে এই করোনাভাইরাস প্রতিরোধ মাস্ক বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সম্পাদক বাবু সুজিত রায় নন্দীর সৌজন্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন’র সার্বিক ব্যবস্থাপনায়- কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে মাস্ক বিতরণ করেন-ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ভূট্টো লাল গাইন।
এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গা বাজার কমিটির সভাপতি সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু মুসা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সীমান্ত প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান, কুরবান আলী, গ্রাম্য চিকিৎসক আব্দুল হান্নান, ইমান আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
এ সময় স্থানীয় ও বিভিন্ন যানবাহনে চলমান জনসাধারণের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করা এবং বাংলাদেশ সরকার নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।