
নিজস্ব প্রতিবেদক: সদর উপজেলার ঝাউডাঙ্গায় এক ব্যক্তির পূর্ব শত্রুতার জের ধরে দূর্বৃত্তদের হামলার শিকার হওয়ার ঘটনায় থানায় হয়রানিমূলক ও মিথ্যা মামলা রেকর্ড হওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। সদর থানায় এজাহার হওয়ার পর পুলিশ কোন রকম তদন্ত ছাড়ায় এক জনপ্রতিনিধির সহযোগীতায় এই মিথ্যা মামলা রেকর্ড করেছে। এব্যপারে পুলিশ সুপারের নিকট সঠিক তদন্তের দাবি জানিয়েছেন মামলার আসামির পরিবারসহ স্থানীয় এলাকাবাসী।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯/০৫/২১ তারিখ রাত সাড়ে ১১টার সময় প্রতিদিনের ন্যায় ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামের মৃত অহিদুর রহমানের ছেলে বাদী মোঃ হাবিবুর রহমান মিন্টু (৩৮) তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে পথিমধ্যে তাকে পূর্ব পরিকল্পনা মোতাবেক একই ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের রজব আলী বিশ্বাসের ছেলে শুভ হোসেন (২৮) ও পাথরঘাটা গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে মিজানুর রহমান (৪৫)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দেশীয় তৈরী অস্ত্র ও লাঠি দিয়ে হামলা ও জখমের অভিযোগ এনে ২১/০৫/২১ তারিখে এজাহার করে থানায় মামলা করেন। মামলা নং- ৪৯।
এদিকে, এ মামলার ১নং আসামী শুভ হোসেন এ হামলা মামলার ঘটনায় কিছুই জানেনা বলে তার পরিবার ও এলকাবাসীরা জানান। এলাকাবাসীরা আরো বলেন, শুভ ও মিজান ঘটনাস্থলে ছিল না। তার পিতা সাবেক ইউপি সদস্য রজব আলী জানান, মারামারির ঘটনার সময় আমার পুত্র বাড়ীতে তার বাচ্চার খাবার খাওয়াচ্ছিলো। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তাদের জানা নেই। তাছাড়া মিন্টু নিয়মিত একজন মাদকাসক্ত। এসবকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মিথ্যা মামলা করে পুলিশ দিয়ে নানা ভাবে হয়রানী করা হচ্ছে। এ ঘটনায় মিথ্যা- হয়রানিমূলক মামলার সঠিক তদন্তের জন্য পুলিশ সুপারের নিকট দাবি জানিয়েছেন আসামীসহ স্থানীয় এলাকাবাসী।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অহিদুল ইসলাম জানান, মামলা হয়েছে সঠিক। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সত্য মিথ্যা আদালত দেখবেন।