দেবহাটা প্রতিবেদক: ঘূর্ণিঝড় ইয়াস এর তাণ্ডবে দেবহাটার পারুলিয়ায় ইছামতি নদীর উত্তাল পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় কোমরপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন, কোমরপুর নিকারীপাড়া, ইছামতি রক্ষা বেড়িবাঁধ এবং সাপমারাখালে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে দক্ষিন পারুলিয়া জেলেপাড়া সংলগ্ন গুচ্ছগ্রাম ভাঙ্গন কবলিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে।
বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১২ টা হতে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার ও পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম । পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাসার, ইউনিয়ন ট্যাগ অফিসার ও ইউপি সদস্য ফরাদ হোসেন, সালাহউদ্দীন সরাফি, মোকরম শেখ, নুরবানু কাদেরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কাদেরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, দফাদার নুরুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার স্থানীয় ব্যক্তিবর্গ ও উপস্থিত সকলের সাথে আলাপ-আলোচনা করে আজ বাঁশের পাইলিং সহ জিও ব্যাগ ফেলে ভাঙ্গন কবলিত স্থান বাঁধ দেয়া হবে বলে জানান।