
জিয়াউর রহমান/জামিনুর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৪মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলনের সভাপতিত্বে জরুরি প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী। অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাতক্ষীরা জেলা প্রসাশক (ডিসি) এস এম মোস্তফা কামালের নির্দেশনায় ১২ টি ইউনিয়নের ১০৩টি সাইক্লোন সেল্টার ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। ১২টি ইউনিয়নে প্রত্যেক চেয়ারম্যানকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। আশ্রয়কেন্দ্রে আশ্রয়প্রার্থী মানুষদের জরুরি খাদ্যের জন্য ওই অর্থ বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি ওয়ার্ড (ইউপি) সদস্যদের সমন্বয়ে দুর্যোগ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। জরুরি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সিপিপি সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আম্ফানের অভিজ্ঞতার আলোকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষের নির্মিত ১৪৩ কিলোমিটার বেঁড়িবাধ তদারকির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ দিকে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, সুন্দরবনে অবস্থানরত সকল মৎস্যজীবিদের নিজ নিজ এলাকায় ফিরে আসার জন্য বন ষ্টেশন অফিসের মাধ্যমে বলা হয়েছে। এ মুহুর্তে সুন্দরবনে প্রবেশের জন্য সকল অনুমতি প্রদান বন্ধ করা হয়েছে।