
শেখ রিপজা হোসেন: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে লাঠিয়াল বাহিনী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে এক গৃহবধুকে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে (১১ মে) মঙ্গলবার সকাল ৯ টার সময় ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী গ্রামে। সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত ফিংড়ী ইউনিয়নের দক্ষিণ ফিংড়ী গ্রামের আব্দুর মালেক গাজীর পুত্রবধু আখি খাতুন (২৮) কে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে হাসপাতালে আহত আখি খাতুন বাদী হয়ে তার স্বামী মো: আরিফুল ইসলামের মাধ্যমে ৪জন কে আসামী করে সদর থানায় একটি এজাহার দায়ের করবে বলে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার সময় আব্দুল মালেক গাজীর পুত্রবধু ভ্যান ভাড়ার টাকা আনতে গিয়ে পূর্বপরিকল্পিত ভাবে দক্ষিণ ফিংড়ী গ্রামের মো: আকের আলীর নেতৃত্বে তার পুত্র মো: শাহিন(৩০), বাচখোকার পুত্র মো: কালাম(৩৫), আকের আলীর মেয়ে সালমা খাতুন (২০)সহ ৪/৫ জন লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী হাতে দা, লাঠি, শাবল নিয়ে আখি কে এলোপাতাড়ী ভাবে মেরে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়রা আহত আখি খাতুন কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।