
নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: আশাশুনি রিপোর্টার্স ক্লাবের কমিটি গঠন করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সিলেকশানের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২ টায় আশাশুনি বাজারস্থ রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও জেলা প্রেসক্লাব সদস্য আইয়ুব হোসেন রানা।
আলোচনা সভা শেষে উপস্থিত রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পরে সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক জয়যাত্রা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাবিদ মাহমুদ চঞ্চলকে সভাপতি, পত্রদূত উপজেলা প্রতিনিধি আব্দুস সামাদ বাচ্চুকে সাধারণ সম্পাদক ও দৈনিক দক্ষিণের মশালের বিএম আলাউদ্দীনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় রিপোর্টার্স ক্লাব সদস্য এম এম সাহেব আলি, আহসান উল্লাহ বাবলু, আনিছুর রহমান বাবলা, আলমিন হোসেন ছোট্টু, গাউসুল আজম, নুরুল ইসলাম, রনোদা প্রসাদ মন্ডল উপস্থিত ছিলেন। আগামী ২৩ মে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।