ওমর ফারুক মুকুল: দেবহাটায় অসহায় ও দুঃস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার টিন ও অর্থ বিতরন করা হয়েছে। সোমবার (৩ মে) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদের সামনে পিআইও অফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মুজিবর রহমান ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থদের মধ্যে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্থ প্রতিষ্টানকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, প্রকল্প বাস্তবায়ন অফিসের রাজু হোসেন, শরিফুল ইসলাম ও খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। উপজেলার মোট ১০ জন অসহায় দুঃস্থ ব্যক্তি ও ৬ টি প্রতিষ্টানকে প্রকার ভেদে ২ বান থেকে ৬ বান করে টিন এবং বান প্রতি ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় উপজেলা চেয়ারম্যান ও ইউএনও প্রধানমন্ত্রীর দেয়া এই ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করে জানান, সাধারন মানুষের কল্যানে সরকার কাজ করছে। মানুষের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নে সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে সকলকে একযোগে কাজ করার জন্য উপজেলা চেয়ারম্যান ও ইউএনও আহবান জানান।