নিজস্ব প্রতিবেদক: কোভিড–১৯ করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত চলমান লকডাউনের কারণে বেকারত্ব অসহায়–দুস্থ ব্যক্তিদের খাদ্য সহায়তার জন্য সরকার নির্ধারিত ৩৩৩ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চাইলে প্রকৃত অসহায়–দুস্থ ব্যক্তি কিনা যাচাই বাছাই অন্তে প্রশাসনিকভাবে তার বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এর ধারাবাহিকতায় দেবহাটা উপজেলায় পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামে মৃত নরিম গাজীর পুত্র মোঃ হারুনার রশিদ ও তার স্ত্রী দীর্ঘদিন প্যারালাইসিস অবস্থায় বাড়িতে অসহায় জীবন যাপন করতে থাকায় ০১৯১২৭১৭০১৭ নাম্বার হতে ৩৩৩ নাম্বারে কল করে খাদ্য সহায়তা চান। দেবহাটা উপজেলা নির্বাহি অফিসার তাসলিমা আক্তার এর নির্দেশে ৩ মে ২০২১ তারিখ সোমবার দুপুর ১টায় খেজুরবাড়িয়া গ্রামে হারুনার রশিদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল হাকিম, দফাদার মোঃ নূরুল ইসলাম, গ্রামপুলিশ জহুরুল ইসলাম প্রমূখ।
দেবহাটায় ৩৩৩ নাম্বারে ফোন করায় খাদ্য সামগ্রী নিয়ে হাজির পারুলিয়া ইউপি চেয়ারম্যান
পূর্ববর্তী পোস্ট