
জামিনুর রহমান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা সদরের কাঁচড়াকাঠি নন্দী গ্রামে কয়েকটা গরীব অসহায় ভূমিহীন পরিবার দীর্ঘদিনের বসাবসকৃত সরকারী ১ নং খাস খতিয়ানভূক্ত সম্পত্তি অন্যায় ভাবে সম্পূর্ণ গায়ের জোরে জবর দখলের চেষ্টা সহ তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যায় কিশোরী মোহন মন্ডল, উৎপল মন্ডল, হিমাংশু মন্ডল, প্রদীপ কুমার মন্ডলের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ চক্র বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং কাজে বাধা প্রদান করে বলেন, বাবা দাদার সম্পত্তি পাইছেন ? এসময় ঘরবাড়ি ভেঙে এখান থেকে বিতাড়িত করবে বলে বারবার হুমকি-ধামকি দিতে থাকে।
বসবাস কৃতরা হলেন সাখাওয়াত হোসেন(৫৫)পিং মৃতঃ খালেক মোল্লা, আঃ গফফার(৬৫)পিং মৃতঃ গহর আলি, সামছুর রহমান (ধুলো) (৫৭) পিং মৃতঃ মাদা, ফুলি বিবি (৪২), স্বামী আসাদ শেখ, হালিমা খাতুন(৫৫)জং শফিকুল মোল্লা, রেশমা(২৬),নাজমা(৪০), মজিদা(৩৫), হামিদা(৫৬), নাজমা (২৬), সুফিয়া(৪৫)
এসময় ভূমিহীনরা একসাথে হয়ে বলেন, দাদা আমরা সারাদিন রোজা ছিলাম আপনারা এমন করছেন কেন? প্রায় সময় এরকম গালিগালাজ করেন, জমির কিন্তু আমাদের ডিসিআর রয়েছে। সরকার আমাদের দিয়েছে। আপনারা বিরক্তি করেন কেন আমাদের কেন এভাবে তাড়াতে চান। একপর্যায়ে অনেক লোকজন জড়ো হলে তারা বলেন সংখ্যালঘুদের সাথে পাঙ্গা নেওয়া ভাল হবে না বলে চলে যান। পরে রাতে পুলিশ ডেকে এনে বলে তাদের জায়গা দখল হয়ে যাচ্ছে পুলিশের এসআই ছানি সকলকে বলেন আগামীকাল থানায় কাগজপত্র নিয়ে আসবেন।
পরের দিন ভূমিহীন গন তাদের কোর্টের রায় সহ ডিসি আর দেখাতে পারলেও দলবদ্ধ চক্রটি থানায় হাজির হলেও দেখাতে পারেনি কোন কাগজপত্র।
এই ভূমি দস্যুদের টার্গেট হলো খাসখাল, খাস সম্পওি ও দূর্বল অসহায় গরীব ভূমিহীন ব্যক্তিগন যাতে সহজে তাদের ঘায়েল করতে পারে। ঐ চক্রটি চালাক ও ধুর্ত প্রভাবশালী যার কারণে যে কোন কিছুতেই সংখ্যালঘুর দোহায় দিয়ে থাকে দখলবাজি করে থাকে স্থানীয় সূএ জানাযায় অন্যের জমি নিজদের নামে রেকর্ড নিয়ে তাদেরকে দখলুচ্যুত করে থাকে বলে অভিযোগ রয়েছে।তাদের এই জাল জালিয়াতি করা খুব সহজ বিষয় কারণ ওদের মধ্যে অধিকাংশ পেশায় কেউ মহুরি আবার কেউ আমিন যেমন কিশোরী মোহন মন্ডল মহুরি শ্যামনগর সেটেলমেন্ট থাকে বাড়িতে নিজেদের উকিল ও রয়েছে গ্রামের গরীব পরিবার গুলো অনেক ভয় পায় এই চক্রটির।
এই বিষয় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য জি এম আল- আমিন বলেন আমি এই ভূমিহীন পরিবার এর পক্ষে কথা বলায় আমাকেও মিথ্যা মামলায় হয়রানি করছে।