
নিজস্ব প্রতিবেদক: দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন দেবহাটা উপজেলার কামটা গ্রামের আকবর আলীর স্ত্রী রিনা পারভিন (৪০)। মামলার আসামীরা হলেন, কামটা গ্রামের আব্দুল গফফারের ছেলে আব্দুল হাকিম (৩২), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে আমিরুল ইসলাম (২১), আব্দুল গফফারের ছেলে শরিফুর জামান পুটে (৩৫), মৃত সামছুদ্দীন মোল্লার ছেলে আব্দুল গফফার (৬৫), গফফারের ছেলে মিজানুর রহমান (৬৫), মিজানুর রহমানের স্ত্রী আফরোজা খাতুন (৪০) ও আব্দুল গফফারের স্ত্রী খোদেজা খাতুন (৫০)। অন্যদিকে এই মামলা করার কারনে আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানারকম হুমকি ও হয়রানি করার জন্য বিভিন্নভাবে ষয়যন্ত্র করছে বলে বাদী রিনা পারভিন জানিয়েছেন। মামলার এজাহার মতে জানা গেছে, আসামীদের সাথে পূর্ব শক্রতার জের ধরে বিরোধ আছে। ১নং আসামী মাদক সেবন করে এবং তার নামে একাধিক মামলা আছে। আসামীরা বাদীর বসতঘর দখল করার পায়তারা করতে থাকলে বাদী ও পরিবার এ বিষয়ে বাধা প্রদান করলে আসামীরা গত ইং ০৩/০৪/২০২১ তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে দলবদ্ধভাবে বিভিন্ন অস্ত্র সস্ত্র নিয়ে বাদীর বসতঘরে প্রবেশ করে বাদীর ছেলেসহ তার পরিবারের সদস্যদেরকে বিভিন্নভাবে মারপিট করতে থাকে। এ সময় বাদী বাধা দিলে আসামীরা বাদীকে মারপিট করে এবং শ্লীলতাহানি করে। এ ঘটনা উল্লেখ করে রিনা পারভিন দেবহাটা থানায় ০৬ নং মামলা দায়ের করেছেন। মামলা করার কারনে আসামীরা বাদী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানারকম হুমকি ও হয়রানি করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে বাদী রিনা পারভিন জানিয়েছেন।