নজরুল ইসলাম, তালা থেকে: তালা উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য কল্যাণ মন্ডল(৭৩) মৃত্যুবরণ করেছেন। সোমবার রাতে মাগুরাডাঙ্গার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার(২০ এপ্রিল) দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা কল্যাণ মন্ডলকে মাগুরা ডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে শেষকৃত সম্পন্ন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মেহেদি রাসেল, তালা থানার পরিদর্শক তদন্ত আবুল কালাম আজাদ, মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ বীরমুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মোল্লা, সাজ্জাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা গৌরপদ মন্ডল, ইউপি সদস্য শেখ মাইনুল ইসলাম মাগুরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাষ্টার নিহার রঞ্জন মন্ডল, সাধারণ সম্পাদক একরামুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।