নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা মৌজায় মৃত রহমান সানার পুত্র মো. আব্দুস সবুরের ক্রয়কৃত দীর্ঘ দিনের ভোগদখলীয় বসতভিটার জমি জবর দখল করার অভিযোগ উঠেছে কামাল নগর এলাকার আফজালুল করিম বিপুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৪ টার দিকে। ঘটনা সূত্রে জানা যায় লাবসার আব্দুস সবুর লাবসা মৌজার ৭২৩ দাগে কবলামূলে ৪৮ শত জমি ও একই দাগে ৩০ শতক জমি নোটারী পাবলিকের মাধ্যমে ক্রয় করে শান্তি পূর্ণভাবে বসবাস করে আসছিলো। কিন্তু শনিবার আফজালুল করিম বিপুর কথিত ম্যানেজার পরিচয় দানকারী রিয়াজের নেতৃত্বে একদল বাহিনী নিয়ে তারের কাটা বেড়া কেটে আব্দুস সবুরের ভোগদখলীয় জমিতে আফজালুল করিম বিপুর নামিয় সাইনবোর্ড টানিয়ে দেয় বলে অভিযোগ করেন ভূক্তভোগী আব্দুস সবুর। ভূক্তভোগী আব্দুস সবুর আরো জানান আমার ক্রয়কৃত সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি ও ঐ জমিতে আমার তৈরী গোডাউন করা আছে। দুঃখের বিষয় কবলাকৃত আমার ৪৮ শতক জমি আফজালুল করিমের সন্ত্রাসী বাহিনীর প্রধান রিয়াজের নেতৃত্বে দখল করার চক্রান্ত মেতে উঠেছে। আমি অসহায় হয়ে প্রশাসনসহ পুলিশের মহাপরিদর্শকের হস্তক্ষেপ কামনা করছি। সাইনবোর্ড টানানো রিয়াজের কাছে এ বিষয় জানতে চাইলে বলেন আদালতের আদেশে করছি। কাগজ চাইলে তিনি বলেন থানায় ও কোর্টে যান। সেখানে গিয়ে দেখে আসেন। এক পর্যায় তারা সংবাদ কর্মীদের ছবি তুলে দেখে নেওয়ার হুমকি প্রদান করে।
সাতক্ষীরা সদরের লাবসায় বসতভিটার জমি জবর দখল করার অভিযোগ
পূর্ববর্তী পোস্ট