নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত সর্বাত্নক লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরায় জরুরী প্রয়োজন ছাড়া খুব বেশী কাউকে বাইরে দেখা যাচ্ছে না। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শহরের অধিকাংশ সড়ক ফাঁকা দেখা গেছে। শহরব্যাপী লোকচলাচল অন্যদিনের তুলনায় অনেক কম রয়েছে। শহরের প্রানকেন্দ্রগুলিতে দোকানপাট বন্ধ রয়েছে। তবে, ওষুধের দোকান খোলা রয়েছে। সকাল থেকে সাতক্ষীরা শহরে ভ্যান ও ইজিবাই ছাড়া অন্যন্য যান চলাচলও বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে প্রশাসনকে যথেষ্ট তৎপর থাকতে দেখা গেছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ কারণ ছাড়া যাতে মানুষ রাস্তায় না নামে ও গাড়ি ব্যবহার না করে সেজন্য মোড়ে মোড়ে পুলিশ চেক পোষ্ট বসিয়েছে।
সাতক্ষীরায় জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না, দোকান-পাট বন্ধ
পূর্ববর্তী পোস্ট