সাতনদী অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুদিনের ঝটিকা সফরে সাতক্ষীরার একটি মন্দির পরিদর্শন বিশেষ করে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। বাংলাদেশের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেয়া কিংবা শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর বৈঠকের ব্যাপারটিকে ছাপিয়েও মোদির মন্দির পরিদর্শন যেন গুরুত্ব পাচ্ছে বেশি। মতুয়া গ্রাম ওড়াকান্দিতে মতুয়া মন্দির পরিদর্শন যদি মোদির পশ্চিমবঙ্গ নির্বাচনের স্ট্রাটেজি হয় তাহলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরিপুর গ্রামে যশোরেশ্বরী কালীমন্দিরে কেন যাচ্ছেন মোদি? হিন্দুবিশ্বাস অনুযায়ী এই যশোরেশ্বরী কালী মন্দির সতীপিঠ। তাই কি মোদি নিছক প্রার্থনার জন্য যাচ্ছেন সাতক্ষীরার প্রত্যন্ত গ্রামে নাকি এর দ্বারা পশ্চিমবঙ্গের ভোটের আগে মোদি প্রবল হিন্দুত্বের হাওয়া তুলতে চাইছেন। কৌতূহলী হয়ে রয়েছে কলকাতা। ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার দিল্লি থেকে ঢাকা আসবেন বিমানে। ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে একটি ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করবেন।
শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক শুক্রবার রাতেই। শনিবার মোদি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থানে যাবেন। ওইদিনই তিনি ওড়াকান্দি ও সাতক্ষীরার মন্দিরে যাবেন। মোদির এই দুদিনের বাংলাদেশ সফর নিয়ে কূটনৈতিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
মোদির দুদিনের ঝটিকা সফর, সাতক্ষীরার মন্দির কলকাতার লেন্সে
পূর্ববর্তী পোস্ট