
মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে মধু সংগ্রহের মালামালবাহী ট্রাক উল্টে মারাত্মক ভাবে এক ব্যক্তি আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে শ্যামনগর হতে সুন্দরবন বাজারে যাওয়ার পথে ভেটখালী ফুটবল মাঠের পাশে দূর্ঘটনাটি ঘটে।
আহতব্যক্তি হলেন, শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের সাদেক সরদারের ছেলে আমজাদ হোসেন (২৬)।
প্রত্যক্ষদর্শী আমজাদের ভাই শাহাজান জানায়, রাজশাহীর নাটোর হতে মধু সংগ্রহের জন্য মালামাল নিয়ে ঢাকা মেট্রো ড-১১-৭৭৩১ নং ট্রাকটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজারে যাচ্ছিল। এসময় চালক ঘুমন্ত অবস্থায় ট্রাকটির নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এঘটনায় আমজাদ হোসেন গুরত্বর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার রোগীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তার অবস্থা গুরত্বর জানা গেছে। ট্রাক চালক পলাতক আছে। ট্রাকটি বর্তমানে ভেটখালী রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।