
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের পরানদহা গ্রামের আজিবারের পুকুর থেকে ৬ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পরে। এতো বড় মাপের চিতল মাছ আগে কখনো পুকুরে গ্রামের মানুষ ধরা পড়তে দেখেনি। মাছটিকে বাজারে বিক্রি না করে আত্মীয়-স্বজন ও স্থানীয় পাড়া প্রতিবেশিদের মধ্যে ভাগ করে খাবেন বলে জানিয়েছেন পুকুর মালিক আজিবার রহমানের ছেলে বনি আমিন। স্থানীয়রা জানান, পুকুরে গোসল করতে আসা সবাই কে কামড় দিতো মাছটি সবাই অজানা আতংকে আর পুকুরে নামতো না বিষয়টি চিন্তায় ফেলে পুকুর মালিক কে। তিনি জাল পেতে রাখেন সকালে উঠে দেখেন বড় চিতল মাছ জালে আটকে আছে। স্থানীয় বাসিন্দারা জানান এই পুকুরে এতো বড় মাপের চিতল মাছ আছে জানা ছিলো না কারো এজন্য কামড়ের দাগ দেখে আতংকিত ছিলো এলাকাবাসী। মাছটি ধরতে পেরে খুব খুশি বনি আমিন সহ এলাকার বাসিন্দারা।