
প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সাতক্ষীর’র আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়াম ভবনের প্রন্তিক’র কার্যালয়ে এক সভায় ৭ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সিনিয়র সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম পারভেজ আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সরকারি লাইসেন্স প্রাপ্ত ও তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত প্রকৃত সাংবাদিকদের সদস্যপদ প্রদান ও সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, অনলাইন কালের খেয়ার সম্পাদক মোশারফ হোসেন, সময় বার্তার সম্পাদক জি.এম. মোশাররফ হোসেন, ঢাকা ওয়েব এর জেলা প্রতিনিধি আলি মুক্তাদা হৃদয়, সান নিউজের জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম, লিংক বিডির জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম।