
নিজস্ব প্রতিবেদক: ক্যান্সার আক্রান্ত অসহায় রেজাউল ইসলাম (৩২) বাঁচতে চায়। সে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামের কওসার আলীর পুত্র। হাড়ভাঙ্গা পরিশ্রম করে এক শিশু সন্তান ও স্ত্রী নিয়ে জীবন জীবিকা নির্বাহ করতো রেজাউল ইসলাম। সে পেশায় একজন কাঠ মিস্ত্রী। সে দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে ভুগছে। সে বর্তমানে ঢাকা ডেল্ট্ াপ্রাইভেট হাসপাতালের ৩০০১নং বেডে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু তার সুচিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন। যা তার দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব না। তিনি সমাজের সর্বস্তরের মানুষ ও প্রবাসীদের কাছে আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন।
তাকে সাহায্য পাঠাতে বিকাশ নং- ০১৭১৮২০৯৩৫২ অথবা ০১৯২১১১২৪০৪ ইসলামী ব্যাংক, ঝাউডাঙ্গা শাখা, সদর, সাতক্ষীরা ঈঅ- ২০৫০১৪৩০১০০৪২৮৭১৬