
তালা প্রতিবেদক: সাতক্ষীরার তালায় বাংলাদেশ পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (৭ই মার্চ) তালা থানা প্রাঙ্গনে তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরন পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এসআই আবু কাউসার এর সঞ্চলনায় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মোঃ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়াদ্দার, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ও সাতক্ষীরা জেলা বাকসিস এর সভাপতি মোঃ এনামুল ইসলাম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, জাতীয় পার্টির উপজেলা সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম, জাতীয় শ্িরমকলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার, জালালপুর জাতীয় শ্রমিকলীগ সভাপতি শিক্ষক মোঃ আলমগীর হোসেনসহ, তালা থানার এস, আই প্রীতিশ রায়, পিষুষ কান্তি, মদন মোহন, এ এস আই মনিরুজ্জামান, আশরাফুল, এ এস আই শামীম, হুমায়ুন কবীর, সুব্রত কুমার, ওমর ফারুক, আবু হানিফ, আসাবুর রহমান, ফারহাগ হোসেনসহ সকল পুলিশ সদস্য, গ্রাম পুলিশের সকল সদস্যবৃন্দ সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন এলাকার সুশিল সমাজের শত শত ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন । পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।