নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। শনিবার বেলা ১১ টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান সাতক্ষীরা সদর হাসপাতালে উপস্থিত হয়ে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা গ্রহণ করেন।
টিকা নেওয়ার পর কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি এবং তিনি সুস্থ আছেন বলে জানান নজরুল ইসলাম। এসময় তার স্ত্রী সালেহা ইসলামও করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, নিশান হাসান, পারভেজ, সানজির প্রমুখ।
টিকা নিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দম্পতি
পূর্ববর্তী পোস্ট