
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহীনে বঙ্গপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার সময় স্মার্ট পেট্টল টিমের হাতে আটক আট জেলের বন আইনে জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান আট জেলের ২লাখ ২০হাজার টাকা জরিমানা করেন। জেলেরা অভয়ারন্য অঞ্চলে প্রবেশ করায় নিজেদের দোষ স্বীকার করে নেয়। উল্লেখ্য গত পরশু সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় স্মার্ট পেট্টল টিমের সদস্যরা পটুয়াখালী জেলার কলাপাড়া থানা এলাকার ৮ জেলেকে ১টি ট্রলার ও মাছ ধরার সরঞ্জাম সহ আটক করেন।