
হাফিজুর রহমান: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে স্বল্প খরচে সবার জন্য মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে করণীয় শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লাইফকেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের আয়োজনে কালিগঞ্জ উপজেলার শ্যামনগর কালিগঞ্জ মহাসড়কের পাউখালী মোড় সংলগ্ন লাইফকেয়ার ইউনিট-২ ভবনে ইউনিট-২ ভবন উদ্ধোধন উপলক্ষে শনিবার বেলা ১০টার সময় এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে লাইফকেয়ার ডিজিটাল ল্যাব হাসপাতালের সভাপতি শেখ গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং লাইফকেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের পরিচালক শেখ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রাক্তন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ আকছেদুর রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও থানা যুবলীগের সভাপতি শেখ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা, সাংবাদিক হাফিজুর রহমান, সাইফুল বারী সফু, নিয়াজ কাওছার তুহিন, সুকুমার দাশ বাচ্চু, আনোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত সুধীবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আলাউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুজ্জামান, ভাড়াশিমলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ভাড়াশিমলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ভদ্রখালী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহেদুজ্জামান বাবলু, কুশুলিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান প্রমূখ। উক্ত সেমিনারে উপজেলার বিভিন্ন মসজিদের ঈমাম, মাদ্রাসার সুপার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সুধী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।