
শ্যামনগর সংবাদদাতা: সাতক্ষীরা র্যাব-৬ (সিপিসি-১) এর অভিযানে তিন বোতল বিদেশি মদসহ সুব্রত মন্ডল (২২) নামের একজন মাদক ব্যবসয়ী আটক হয়েছে। আটক সুব্রত শ্যামনগর উপজেলার বয়ারসিংহ গ্রামের সুনীল মন্ডলের ছেলে। তার কাছ থেকে তিন বোতল বিদেশি মদ, ২ টি মোবাইল, ৪ টি সিমকার্ড এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৮’শ টাকা উদ্ধার করেন র্যাব। ৯ ফেব্রুয়ারি রাতে র্যাব-৬, সাতক্ষীরা ( সিপিসি-১) এর সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদের নেতৃত্বে র্যাব সদস্যরা শ্যামনগর মহেন্দ্রকাট মাছের সেট এলাকা থেকে আটক করেন। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে শ্যামনগর থানায় হস্তান্তর করে মামলা করা হয়। তার বাবা সুনীল মন্ডল (৫০), ১০ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে মোটরসাইকেল যোগে শ্যামনগর থানায় যাওয়ার পথে গ্যারেজ বাজারে ট্রলির সাথে সংঘর্ষ হয়। তাকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।