ঈমান আলী: রবিবার সকালে সামান্য বৃষ্টিতে সাতক্ষীরা শহরের অধিকাংশ জায়গায় রাস্তার উপর পড়ে থাকা কাদা মাটিতে জীবনের ঝুকি নিয়ে সড়কে চলাচল করতে হয়েছে যানবাহন ও পথচারীদের। বৃষ্টির পানি আর কাদামাটিতে রাস্তা পিচ্ছিল হয়ে অহরহ ঘটতে দেখা গেছে দূর্ঘটনা।এতে করে জান মালের ক্ষতির পাশাপাশি মানুষের জীবনকেও পড়তে হয়েছে চরম হুমকীর মুখে। ট্রাক্টর দিয়ে মাটি টানার ফলে পিচের রাস্তা পরিণত হয়েছে কাদায়। যার ফলে এমন সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবী পথচারীদের। জানা যায়, অবৈধ ট্রাক্টর দিয়ে ইট ভাটার মাটি বহনের সময় মাটি বহনকারী গাড়ি থেকে মাটি ছিটকে পড়ে রাস্তার উপর, এতে করে সেই মাটি শীতের কুয়াশায় ও সামান্য বৃষ্টিতে কাদামাটিতে পরিণত হচ্ছে, ফলে রাস্তা পিছিল হয়ে সড়কে ছোট খাটো দূর্ঘটনার পাশাপাশি যাত্রীবাহী বাস, সাইকেল মটর সাইকেলসহ পায়ে চলা দুস্কর হয়ে পড়ছে। আবার এই মাটি শুকিয়ে ধুলাবালির সৃষ্টি হচ্ছে। ফলে সড়কটিতে গাড়ী চলাচলের সময় ধুলাবালিতে পথ অন্ধকার হয়ে যায়। এতে করে নিত্যদিন চলাচলকারী মানুষ ও দোকানদারদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। গুটি কয়েকজন মানুষের স্বার্থ সিদ্ধির বলিদান দিতে হচ্ছে সড়কে চলাচলকারী লাখ লাখ মানুষের এমনটাই দাবী সচেতন মহলের। দীর্ঘদিন ধরে চলা সড়কের এই দুরাবস্হা সাধারন মানুষকে আতংকিত করলেও তা নিরসনে সংশ্লিষ্ট কতৃপক্ষের কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভের সঞ্চার হচ্ছে সড়কে চলাচলকারী পথচারীদের মাঝে। তাই অতিশীঘ্রই সাধারন মানুষের তীব্র ভোগান্তির শিকার প্রতিহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিবেন এমনটাই দাবী সর্ব মহলের ।
সাতক্ষীরা শহরের সড়ক কাদামাটিতে বিপর্যস্ত, ঘটছে দূর্ঘটনা
পূর্ববর্তী পোস্ট