
নিজস্ব প্রতিবেদক: জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উপলক্ষে সাতক্ষীরা জেলা গণগ্রন্থগারের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিব বর্ষের অঙ্গীকার ঘরে ঘরে গ্রন্থাগার এ শ্লোগানকে সামনে রেখে গতকাল ৫ জানুয়ারী বেলা এগারোটায় লাইব্রেরিয়া আল মামুন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ও জেলা প্রশাসকের স্টাফ অফিসার মোঃ জুবায়ের হোসেন, বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য দেন অধ্যাপক আব্দুল হামিদ, শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক এস এম আবদুল্লা আল মামুন ও দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি মোঃ আনিসুর রহিম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবু রায়হান, আ: জামান প্রমুখ। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।