
হাবিবুল্লাহ বাহার, কালিগঞ্জ: কালিগঞ্জের নলতা হতে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমিনুর রহমান সজীব (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (০২-ফেব্রুয়ারি) উপজেলার দাঁতপুর (সিদ্দিরপুকুর) নামক স্থানে এদূর্ঘটনাটি ঘটে। নিহত মাদ্রসার ছাত্র ভাড়াশিমলা ইউনিয়নের দাঁতপুর গ্রামে আনিছুর রহমানের পুত্র ও শ্যামনগর উপজেলার জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। প্রত্যাক্ষদশীরা জানান, নিহত আমিনুর রহমান সজীব তার বোনের বাসা থেকে দাঁতপুর নিজের বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে ভাড়াশিমলা ইউনিয়নের সিদ্দিরপুকুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খেঁজুর গাছের সাথে ধাক্কা লেগে পার্শ¦বর্তী ঘেরে পড়ে যায়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে থানার উপ-পরিদর্শক সঞ্জীব সমাদ্দার উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।