
ওমর ফারুক মুকুল: জাতীয় মানবাধিকার সোসাইটির সম্মেলনে সাতক্ষীরা জেলা থেকে ৩জন শিক্ষককে আদর্শ শিক্ষক সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় মানবাধিকার সোসাইটি সাতক্ষীরা জেলা থেকে ২জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য, ১জনকে জেলা সমাজ কল্যান প্রতিনিধি ও ১জনকে মানবকল্যান কর্মকর্তা নির্বাচিত করে সাতক্ষীরা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রুবার বিকাল ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট এসোসিয়েশন ভাষা শহিদ শফিউর রহমান মিলনায়তনে বিচারপতি সিকদার মকবুল হক প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান ও নির্বাচিত আদর্শ শিক্ষকদের সম্মননা প্রদান করেন। সাতক্ষীরা জেলা থেকে আদর্শ শিক্ষক নির্বাচিত হয়েছেন বুধহাটা কলেজুয়েট স্কুলের অধ্যক্ষ দাউদ হাসান, ভোমরা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসান, বহেরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানূন নাহারকে মানবাধিকার সম্মাননা ২০২১ প্রদান করা হয়েছে। কুলিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড থেকে ৩বার মহিলা ইউপি সদস্যা নির্বাচিত হওয়ার জন্য জন প্রতিনিধি হিসাবে ইউপি সদস্যা ফতেমা বেগমকেও সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক নির্বাচিত হয়েছেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্যা ফতেমা খাতুন ও প্রযুক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। জেলা প্রতিনিধি মানব কল্যান কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শেখ মারুফ হাসান ও সমাজ কল্যান প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন লামিয়া সুলতানা।