
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের বাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাহাদুরপুর যুব সংঘর এ খেলার আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কুল্যা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকা প্রতীক প্রত্যাশী সাজ্জাদুল হক টিটুল। এছাড়া আলী মোর্তজা বাবু, সমাজসেবক শাহাবুদ্দিন সর্দার, শহিদুল ইসলাম, রবিউল ইসলামম, আবু রায়হান, লিটন পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় জসীম উদ্দীন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয় রানা স্পোর্টিং ক্লাব।