
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে গাঁজা সহ আজমীর হোসেন (২৪) নামক এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত নটায় কালিগঞ্জ থানার এএসআই জুয়েল উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করেন। আটক আজমীর হোসেন শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের আব্দুল খালেকের পুত্র। আটকের পর রাতেই আজমীরের কাছে থাকা মোবাইল ও নগত টাকা ছিনিয়ে নেন কালীগঞ্জ থানার এএসআই জুয়েল। পরদিন মাদক দ্রব্য আইনে আজমীর কে জেল হাজতে প্রেরন করা হয়। আটকের সময় আজমীরের কাছে থাকা হিরো অনটেস্ট মোটর সাইকেল শুক্রবার দিনভর দেনদরবারের মাধ্যমে রাত সাড়ে ১২ টার দিকে ১২ হাজার টাকা নিয়ে মোটর সাইকেলটি ছেড়ে দেওয়া হয়। থানার সামনে থাকা চায়ের দোকানদার সাজিমের মাধ্যমে টাকা লেনদেন করা হয়।
এবিষয়ে কালিগঞ্জ থানার এএসআই জুয়েলের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি কিছুই জানি না। ওসি স্যার জানেন মোটর সাইকেল জিম্মায় ছিল। তবে এসআই চিন্ময় স্যার সব বলতে পারবেন।
এ বিষয়ে এসআই চিন্ময় বলেন, গাড়ীর কাগজ যাচাই বাছাই করে প্রকৃত মালিকের কাছে গাড়ী ফেরত দেওয়া হয়েছে। আপনারা সব বিষয় দেখেন কেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন আপনি কালীগঞ্জ থানায় একটু আসেন বিষয়টি দেখবো।