
সাংস্কৃতিক ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানে “শেরে বাংলা গোল্ডেন পদক-২০২০” এ ভূষিত হওয়ায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের আয়োজনে শনিবার বিকাল ৩ টায় সাতক্ষীরা’য় বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারের হলরুমে “বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা ও টিভি নাট্য পরিচালক মোঃ মুছা করিম কে সংবর্ধনা দেওয়া হয়েছে…(তথ্য বিবরণী)।অনুষ্ঠানে শ্রী অতুল কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক, বন্ধন শিল্পী সংসদের সভাপতি ও কৃষি কর্মকর্তা মো.জিয়াউল হক,পুরাতন সাতক্ষীরা বাজার কমিটির সভাপতি তাইফুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন শিল্পী সংসদের সহ-সভাপতি অনুজিত কুমার মন্ডল, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখা ও শিল্পী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আপন,সংগঠনিক সম্পাদক এস কে কামরুল হাসান, টেলিমিডিয়ার সহ-সভাপতি শেখ মনিরুল ইসলাম মনির, ইব্রাহিম হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা ফুল, কর্ণ বিশ্বাস কেডি,দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন গাজী,প্রচার সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলার সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, প্রভাষক ছন্দা রাণী মন্ডল,বিসিএস কনফিডেন্সের পরিচালক মোঃ শাহিন, ভিবিডি’সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, মো.আরাফাত হোসেন,পপি প্রমুখ। সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন টেলিমিডিয়ার সাধারণ সম্পাদক আসিফুল আলম (আসিফ)।