
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বুধহাটা গাজী মার্কেটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধহাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এবিএম আক্তারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নৌকা প্রতীক প্রত্যাশী ও ইউপি চেয়ারম্যান প্রার্থী আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, স্বাধীনতা শিক্ষক পরিষদ আশাশুনি উপজেলা শাখার সভাপতি ও আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আ’লীগের তৃণমূল সংগঠনের মতামতের ভিত্তিকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়ে থাকে। বিগত নির্বাচনে তৃণমূল নেতৃবৃন্দের প্রত্যক্ষ ভোটে আমাকে বিজয়ী করা হয়েছিল। বিদ্রোহী প্রার্থী হইনি বরং নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছিলাম। কিন্তু নির্বাচিত চেয়ারম্যান আ’লীগ নেতাকর্মীদের কোন খোঁজখবর রাখেননি। ফলে তারা সব সময় ক্ষতিগ্রস্ত ও সরকারের পক্ষে কার্যক্রমে জন প্রতিনিধির সহযোগিতা ছাড়াই থেকেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে মান্য করে তৃণমূলের মানুষের সাথে থেকে আমরা নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের মানুষের সুখে দুখে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে এসেছি। আসছে নির্বাচনে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের চাহিদা ও সমর্থনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাকেই নৌকা প্রতীক প্রদান করা হবে এ বিশ্বাস আমাদের আছে। সভায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি, আ’লীগ নেতা ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নুরুজ্জামান জুলু, ইউনিয়ন আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসকান আলি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিন, যুবলীগ নেতা শামছুর রহমান, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন।