
আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ভেড়ী বাঁধ ভেঙ্গে প্লাবিত অসহায় মানুষের সাথে ও জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ।
ইউনিয়নের হাজরাখালী পাউবো’র বেড়ী বাঁধ ভেঙ্গে সর্বশ্বঃ খুইয়ে ওয়াপদার বেড়ী বাঁধের উপর বসবাসকারী ও মানবেতর জীবন যাপনকারী অসহায় মানুষের খোঁজখবর নিতে সরেজমিন গমন করেন সুশীলন ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল কর্মকর্তাবৃন্দ। প্রতিনিধিবৃন্দ বাঁধের উপর বসবাসকারীদের সাথে একান্ত মতবিনিময় করেন এবং তাদের খাদ্য, পানীয়, দৈনন্দিন প্রয়োজনীয়তা মিটানোর সক্ষমতাসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। পরে কর্মকর্তাবৃন্দ মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া প্লাবিত মানুষের সাথেও মতবিনিময় করেন। সবশেষে শ্রীউলা ইউনিয়ন পরিষদে জন প্রতিনিধিদের সাথে প্লাবনের পর থেকে প্লাবিতদের স্বাভাবিক জীবন যাপনের জন্য বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। বাঁধ নির্মানের সর্বশেষ অবস্থা এবং অসহায় মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিও আলোচনায় উঠে আসে। মতবিনিময় ও এলাকা পরিদর্শন করেন, সলিডারিটিস ইন্টারন্যাশনার ইথিওপিয়ান এর এফএসএল কো-অর্ডিনেটর জামাল হাসান, প্রোগ্রাম ম্যানেজার মিম তাবাসুম, এ্যাডভাইজার শরিফা সুলতানা, প্রোগাম সুপারভাইজার মিজানুর রহমান, সুশীলন এনজিও’র সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, ইউপি সদস্য আকতার হোসেন, জালাল উদ্দীন, ইয়াছিন আলি, তহমিনা জোয়াদ্দার, দিপালি রানী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।