
জি এম নজরুল ইসলাম মুন্সিগঞ্জ (শ্যামনগর) থেকে: শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস এর মুন্সীগঞ্জ অফিস হলরুমে মঙ্গলবার বিকাল ৩ টার সময় খাল, পুকুর খনন (পিআইসি)গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মাস্টার অশোক কুমার মÐলের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পি এম. সিএনআর এস স্বরণ কুমার চৌহান, বারসিক লিয়াজু অফিসার ইমরান হোসেন, শহীদুল ইসলাম, নাজিম আহম্মদ, জি এম নজরুল ইসলাম, গৌতম কুমার মন্ডল,আব্দুল মজিদ, কুলতলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।