
সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার শ্রীউলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৮ দলীয় নক আউট নাইট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বুড়াখারাটি জামে মসজিদের সামনে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।
বুড়াখারাটি ইয়াংস ক্লাবের আয়োজনে উদ্বোধনী খেলায় বুড়াখারাটি ইয়াংস ক্লাব ক্রিকেট একাদশ ও কোলা যুব সংঘ ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। খেলায় বুড়াখারাটি ইয়াংস ক্লাব জয়লাভ করে। আম্পিয়ার দায়িত্ব পালন করেন গাজী মিথুন ও মাসুম (বাবলু)। খেলার উদ্বোধনকালে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল বলেন, শ্রীউলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। অসমাপ্ত কাজ সম্পন্ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার আহŸান জানিয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। কিছু ষড়যন্ত্রকারী ও ইউনিয়নে চিহ্নিত সন্ত্রাসী তার ও সরকারের দৃষ্টান্তমূলক উন্নয়নকে ¤øান করে দিতে মিথ্যাচার করে চলেছে। বিভিন্ন দপ্তরে উদ্দেশ্যমূলক অভিযোগ করে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত মান সম্মান বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে। তিনি সকলকে ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাককে আহসান জানান। বিশিষ্ট সমাজ সেবক রইচ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য আক্তার হোসেন, ইয়াছিন আলি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, শ্রীউলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ সানা, সাবেক ইউপি সদস্য আঃ ছাত্তার সানা, কামরুল হুদা মিলন, শিক্ষিকা শাহনাজ নাজনীন ঝর্ণা, বিশিষ্ট সমাজ সেবক নাজিম উদ্দিন সানা, উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জহরুল, মোতাহার, মোস্তফা, মিলন যুব সংঘের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।