
সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়া উপজেলার কেড়াগাছিতে প্রীতি ক্রিকেট ম্যাচে তলুইগাছা কে হারিয়ে স্বাগতিক কেড়াগাছি ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।
রবিবার বিকেলে স্থানীয় হাইস্কুল ফুটবল মাঠে তলুইগাছা ক্রিকেট একাদশ বনাম স্বাগতিক কেড়াগাছি ক্রিকেট একাদশ পরস্পরের মোকাবেলা করে। টসে জিতে কেড়াগাছি ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে নির্ধারিত দশ ওভারে ১০৪ রান সংগ্রহ করে। জবাবে তলুইগাছা ক্রিকেট একাদশ ১০৫রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে তারা ২৫ রানে স্বাগতিকদের কাছে পরাজিত হয়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদ ও সামাদ। তীব্র শীতের মাঝেও প্রচুরসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।