
শ্যামনগর প্রতিবেদক: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে চলতি বছর গোলপাতা আহরণ মৌসুম শুরু হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত বাওয়ালীরা সুন্দরবনে নির্ধারিত ৭টি স্পট থেকে গোলপাতা আহরণ করতে পারবেন। এ সময়ে বাওয়ালীদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সহ অন্যান্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বলেন, এ বছর সাতক্ষীরা রেঞ্জে একটি ক্যুপের আওতায় সুন্দরবনে ৪১, ৪২, ৪৬, ৪৭, ৪৮, ৫০(এ) ও ৫০ (বি) ৭টি স্পটে বাওয়ালীরা গোলপাতা আহরন করবেন। আহরণের লক্ষ্যমাত্রা ১লাখ ২৩হাজার২শত ৮০মন বা ৪৬হাজার কুইন্টাল। শতকরা ১৫ টাকা মুশোক সহ কুইন্টাল প্রতি রাজস্ব নির্ধারিত হয়েছে ২৮.৭৫ টাকা। একটি নৌকায় সর্বোচ্চ ৫শত মন গোলপাতা বহন করা যাবে। প্রতিটি নৌকায় ৫/৬জন বাওয়ালী অবস্থান করতে পারবেন। ইতোমধ্যে নৌকার পরীক্ষা শেষ হয়েছে। গোলপাতা আহরণের সময় বন্যপ্রাণীর আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য বাওয়ালীদের পরামর্শ দেওয়া হয়েছে। এসময়ে সুন্দরবনে বনবিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। আবহাওয়া অনুকুল থাকায় চলতি বছর গোলপাতা আহরণ ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন, এসিএফ এম.এ হাসান।