তালা অফিস: সাতক্ষীরার তালা উপজেলা যাত্রা ফেডারেশনের সম্মেলন সোমবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা রবীন কুমার কে সভাপতি ও সুনীল কুমার ঘোষকে সাধারন সম্পাদক কেরে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানের ১ম অধিবেশনে সাতক্ষীরা জেলা যাত্রা ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী সানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যাত্রা ফেডারেশনের সাধারন সম্পাদক দুলাল দেবনাথ, তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মীর জাকির হোসেন, ঙ্গবন্ধু সংস্কৃতি জোট তালা উপজেলা শাখার সভাপতি সৈয়দ জুনায়ের আকবর,ইন্দ্রজিৎ দাশ বাপী,হায়দার আকুঞ্জি,উত্তম হালদার প্রমুখ।
২য় অধিবেশনে উপজেলা কমিটি নব নির্বাচিত সভাপতি রবীন কুমারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যাত্রা ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখা সভাপতি ও জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক এম এ খালেক। সম্মেলনে জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা রবীন কুমার কে সভাপতি ও সুনীল কুমার ঘোষকে সাধারন সম্পাদক কেরে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন, কপোতাক্ষ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি ইন্দ্রজীৎ দাশ বাপী। এছাড়া মাগুরা আইডিয়াল কলেজের অধ্যক্ষ রামপ্রসাদ দাশ, সুভাষ চন্দ্র ঘোষকে উপদেষ্টা মনোনীত করা হয়েছে।