
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ৪ আহামী গ্রেফতার হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) ্এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আসাদুজ্জামান মহোদয়ের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার (দেবহাটা) সার্কেল শেখ মোঃ ইয়াছিন আলী এর সার্বিক সহযোগীতায় এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা এর নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে অদ্য ইং ০৯/০১/২০২১ খ্রিঃ এএসআই (নিঃ)/ মোঃ রশিদুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সোহেল উদ্দীন জিআর ১৬/১৯(কালিঃ),পি-৪৯১/২০, পি-৪৯২/২০, এর আসামী ১। বিল্লাল সরদার, পিতা-ফজর আলী সরদার, সাং-বসন্তপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা। ২। আসাদুল হক সবুজ, পিতা-মোঃ লৎফর সরদার, সাং-বসন্তপুর, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরদেরকে বসন্তপুর এলাকা হইতে গ্রেফতার করেন এবং ইং-১০/০১/২০২১ তারিখ এসআই (নিঃ) নয়ন কুমার চৌধুরী নারী ও শিশু-৫১২/২০২০ এর আসামী ১. মোঃ জোহর আলী গাজী, পিতা-মৃত আমিন উদ্দীন, সাং-শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা, ২। মোঃ ইসরাইল হোসেন, পিতা-মোঃ জোহর আলী গাজী, সাং- শিমুলিয়া, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদেরকে নওয়াপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন। আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।