দেবহাটা ব্যুরো: শপথ নিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবর রহমান। গত ১০ ডিসেম্বর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রাথী আলহাজ্জ মুজিবর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়ে দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ৬ জানুয়ারী বুধবার সকাল ১১টায় খুলনা বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে এক অনাডম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মুজিবর রহমানের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আবু বক্কর গাজী, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রউফ, শরৎ চন্দ্র. দেবহাটা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, দেবহাটা উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক বিজয় কুমার ঘোষসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।