
আহাদুর রহমান: চলতি মাসের ১২ তারিখ থেকে ছয় সপ্তাহব্যাপী ৯ মাস থেকে ১০ বছর বয়সী জেলার সকল বাচ্চাদের হাম ও রুবেলা টিকা দেওয়া হবে। গতকাল বিকাল ৩টায় সিভিল সার্জন অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেওয়া হয়।
মোট তিন ধাপে ছয় সপ্তাহব্যাপী হাম ও রুবেলার টিকা দেওয়া হবে। প্রথম ধাপে সকল পৌরসভা, দ্বিতীয় ধাপে সকল উপজেলা ও তৃতীয় ধাপে আশাশুনি ও শ্যামনগর উপজেলার দূর্গোম অঞ্চলে এ টিকা দেওয়া হবে। সাতক্ষীরা পৌরসভায় মোট ১৬,৮১৮ জন শিশুকে এ টিকা দেওয়া হবে। জেলা ব্যাপী এ সংখ্যা দাড়াবে প্রায় চার লক্ষ। প্রায় ছয় হাজার অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে দুই জন অভিজ্ঞ ভ্যাকসিন কর্মী ও তিন জন স্বেচ্ছা সেবক থাকবে। নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এ ছাড়াও প্রতিটি শিশুর টিকা প্রদান নিশ্চিতে থাকবে একাধিক ব্যবস্থা। প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মী মোহাম্মদ আমানত উল্লাহ এ তথ্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মো: আসাদুজ্জামান, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক রওশন আরা জামান। এছাড়া সাতক্ষীরা স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে দেশব্যাপী হাম ও রুবেলার ক্যাম্পেইন পরিচালনা করা হয়।