বিশেষ প্রতিবেদক, তালা:
আগামী স্থানীয় সরকার নির্বাচনে তালা সদরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাতক্ষীরার তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সফল চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে বিজয়ী করতে জাতীয় তরুণ পার্টি ও জাতীয় ছাত্রসমাজের সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলা তরুণ পার্টির অস্থায়ী কার্যালয়ে জাতীয় তরুণ পার্টি ও জাতীয় ছাত্র সমাজের মধ্যে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে। মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ন-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু সভাপতিত্বে ও উপজেলা তরুণ পার্টির সভাপতি ইউনুচ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা বিএম বাবলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক কাজী এমদাদুল বারী জীবন,জাতীয় ছাত্রসমাজ তালা সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, ছাত্রনেতা শফিকুল ইসলাম, ফয়সাল হোসেন, তরুণ পার্টির নেতা একরামুল হোসেন,শাহিন আলম, হাফিজুর রহমান, জিহাদ পাড়, আব্দুল হালিম পাড়, আব্দুল আজিজ সরকার, শাকিব আল হাসান, শামীম শেখ, আব্দুল হানিফ হালদার, রায়হান গোলদার প্রমূখ।
প্রধান অতিথি বলেন জাতীয় পার্টি সমর্থিত তালা উপজেলার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান,উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি, জননেতা সাংবাদিক এসএম নজরুল ইসলাম কে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয় করতে জাতীয় ছাত্রসমাজ ও জাতীয় তরুণ পার্টি নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করতে হবে । নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থেকে সার্বক্ষণিক বিভিন্ন দায়িত্ব পালন করার আহŸান জানান সহ জাতীয় তরুণ পার্টিকে সু-সংগঠিত করতে সকল নেতাকর্মীদের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাজ করার আহŸান জানান।