মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগে আকবরশাহ থানাধীন বড় গ্যাস লাইন মিরপুর আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা সময় ঘটনাস্থল থেকে ০১টি এলজি, ০১টি পাইপ গান, ১টি চাপাতি, ৩টি কিরিচ ও ২টি চুরি সহ মোঃ রবিন (২০) ও মোঃ রবিউল ইসলাম (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ওইআসামিরা আকবরশাহ থানা এলাকায় অপরাধ কর্মকান্ড সংঘটনের উদ্দেশ্যে তাদের কাছ থেকে জব্দ করা অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছে বলে স্বীকার করে। এ বিষয়ে আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং -১৪।
মামলার তারিখ তারিখ-১২/১১/২০২০ ইং ধারা- ১৮৭৮ এর ১৯-অ/১৯(ভ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ রবিউল ইসলাম এর বিরুদ্ধে আগেও সিএমপির আকবরশাহ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত মোঃ রবিনের গ্রামের বাড়ি নোয়াখালী হাজিরহাট, পিতা কাশেম, ও মাতা কোহিনুর বেগম।
বর্তমানে আকবরশাহ থানা অধীনস্থ মিরপুর আবাসিক এলাকার নুর আলমের ভাড়া বাসায় থাকেন। দ্বিতীয় আসামি মোঃ রবিউল ইসলামের গ্রামের বাড়ি পটুয়াখালী, পিতা মোঃ নুরুল ইসলাম, বর্তমানে বড় গ্যাস লাইন লিটনের ভাড়া বাসায় থাকেন।